চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাবার সময় ফেনসিডিলসহ যাত্রী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২; সময়: ৯:২৩ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাবার সময় ফেনসিডিলসহ যাত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (খ) সার্কেলের পরিদর্শক সাইফুর রহমান রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্টে ঢাকাগামী হানিফ পরিবহনের (গাড়ী নং- ব-১৫-৬৬৫৮) কোচে তল্লাশী চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও ১ জন যাত্রীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লকসানপুর মিস্ত্রিপাড়ার হাসনেহেনা বেগম ও ইব্রাহীমের ছেলে সাদিকুল ইসলাম (২৬)।

উপ-পরিচালক আনিছুর রহমান খান ৪ জানুয়ারি মঙ্গলবার ফেনসিডিল উদ্ধারসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, নাচোল-আমনুরা সড়কে অস্থায়ী চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় ডিএনসি। ৩ জানুয়ারি সোমবার রাত ১০ টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের কোচে বড় একটি ব্যাগের ভেতর তল্লাসী চালিয়ে ফেনসিডিলগুলো পায় ডিএনসির সদস্যরা।

এ সময় ঢাকাগামী যাত্রী সাদিকুল কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক বহনের কথা স্বীকার করে।

উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, সহকারী উপ-পরিদর্শক মো. আব্দুল ওয়ারেস, সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিঞা, সিপাই মো. আক্তারুজ্জামান, সিপাই মোহাম্মদ সারোয়ার আলম, সিপাই মো. আবু জাহিদ, সিপাই মো. আবুল বাশারসহ সঙ্গীয় ফোর্স চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। এদের দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন, উপ-পরিচালক আনিছুর রহমান খান।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে