নিয়ামতপুরে স্মার্টকার্ড বিতরণ উপলক্ষে সভা

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২; সময়: ৩:৩৬ অপরাহ্ণ |
নিয়ামতপুরে স্মার্টকার্ড বিতরণ উপলক্ষে সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক খান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) ফইম উদ্দিন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোসাদ্দেকুর রহমান, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।

নিয়ামতপুর উপজেলায় ১ লক্ষ ৭৫ হাজার ৫টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র ধাপে ধাপে বিতরণ করা হবে। আগামী ২৪ নভেম্বর উপজেলার হাজিনগর ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র শিবপুর উচ্চ বিদ্যালয়ে ২৫ নভেম্বর ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের, মোহাম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং ২৬ নভেম্বর ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের হাজিনগর ইউনিয়ন পরিষদ থেকে স্মার্ট জাতীয় পরিচায়পত্র বিতরণ করা হবে।

২৭ নভেম্বর উপজেলার চন্দননগর ইউনিয়নের ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের বেনীপুর উচ্চ বিদ্যালয়ে, ২৮ নভেম্বর ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের রামনগর উচ্চ বিদ্যালয়ে, ২৯ নভেম্বর ৭, ৮ নম্বর ওয়ার্ডে চন্দননগর কলেজে এবং ৩০ নভেম্বর ৯ নম্বর ওয়ার্ডের বামইন স্কুল এন্ড কলেজে বিতরণ করা হবে।

জাতীয় পরিচয়পত্র প্রতিদিন সকাল ৯টা হতে বেলা ৪টা পর্যন্ত বিতরণ করা হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে