শিবগঞ্জে ১৩৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
শিবগঞ্জে ১৩৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : শিবগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ লিটার চোলাই মদ দুজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার সরকারের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আটকরা হলেন- উপজেলার সরকারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সহিদুল ইসলাম (৩৬) ও আইন্দাপুকুর নওদাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী অজনুর বেগম (৩৫)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। এ সময় মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোর্পদ করা হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, র‌্যাবের দায়ের করা মামলায় আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে