লালপুরে চুরি করে পালানো সময় দুই গরু চোর আটক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
লালপুরে চুরি করে পালানো সময় দুই গরু চোর আটক

নিজস্ব প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে গোয়াল ঘর থেকে গরু চুরি করে পালানোর সময় সন্দেহভাজন দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুরের লতিবপুর গ্রামের সপরের ছেলে শাকিল (২১) ও মোসলেমের ছেলে হান্নান (২০)।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের সামির মন্ডলের ছেলে আশরাফুল মন্ডলের (৫০) গোয়াল ঘর থেকে একটি কালো রঙের ষাঁড় গরু বের করে পালানোর চেষ্টা করে।

এ সময় অমৃতপাড়া বাজারে স্থানীয় জনসাধারণ শ্যালো মেশিন স্টিয়ারিং গাড়িসহ সন্দেহভাজন দুই যুবককে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবক, শ্যালো মেশিনের স্টিয়ারিং গাড়ি ও গরু উদ্ধার করে লালপুর থানায় নিয়ে আসে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় চুরির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার আটককৃতদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে