১১ হাজার পিস ইয়াবাসহ আটক আব্দুল্লাহ

প্রকাশিত: মে ২৭, ২০২৩; সময়: ৯:১৬ অপরাহ্ণ |
১১ হাজার পিস ইয়াবাসহ আটক আব্দুল্লাহ

নূর ইসলাম রোমান, তাড়াশ : সিরাজগঞ্জের কামারখন্দে মহাসড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে ১১ হাজার ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে উপজেলার ওভারব্রিজের কাছে এ অভিযান চালানো হয়। আটক আব্দুল্লাহ হেল বাপ্পি (৩৫) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারকেজিপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।

আজ শনিবার সকালে র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাব সদস্যরা তল্লাশি চালান। এ সময় তারা মাদক কারবারি আব্দুল্লাহ হেল বাপ্পিকে আটক এবং তার হেফাজতে থাকা ১১ হাজার ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের এবং গ্রেফতার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে