মান্দায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: মে ২৮, ২০২৩; সময়: ৯:০৭ অপরাহ্ণ |
মান্দায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার চকগোপাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর অপসারণ দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয়ের দশম শ্রেণির ৫৪ শিক্ষার্থীকে বেধড়ক মারধর, নিজ প্রতিষ্ঠানের ১৩ পরীক্ষার্থীকে নন-এমপিওভূক্ত প্রতিষ্ঠানের হয়ে এসএসসি পরীক্ষা দিতে সহায়তা করা, ফরম পুরনের পরও এক পরীক্ষার্থীকে প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ এনে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় মাঠসংলগ্ন রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রিপন মাহবুব, মেহেদী হাসান জুয়েল, শিক্ষাথী অভিভাবক আব্দুর রাজ্জাক ও তহমিনা বেগম, নির্যাতনের শিকার শিক্ষার্থী ইকবাল হোসেনের নানা আইনাল হক প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে