শিবগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ স্বপন গ্রেপ্তার

প্রকাশিত: মে ৩১, ২০২৩; সময়: ৬:০৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ স্বপন গ্রেপ্তার

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১৩ কেজি গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরী পাড়ার হোসনে আরা বেগম ও মৃত মাতাব্বর হোসেনের ছেলে স্বপন হোসেন (৩৮)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে বুধবার রাত ১ টার দিকে শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর বেইলী ব্রীজের পশ্চিম পাশে বাবু মিয়ার ইলেক্ট্রনিক্স দোকানের সামনে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ স্বপনকে গ্রেপ্তার করে ‌র‌্যাব।

একটি স্কুল ব্যাগে তিনটি পোটলায় গাঁজাগুলো বহন করছিল আসামী।

চাঁপাইনবাবগঞ্জ জেলার কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন বহুদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পূর্বে তার নামে এ সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে