নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবে বর্ধিত সভা

প্রকাশিত: জুন ২, ২০২৩; সময়: ৩:১৩ অপরাহ্ণ |
নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবে বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২ জুন শুক্রবার বেলা ১০ টার দিকে উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় বর্ধিত সভায় সদ্য প্রয়াত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডলের মৃত্যুতে উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও প্রয়াত আত্মার শান্তি কামনা করা হয়।

বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, আব্দুল মতিন, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক রতন কুমার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা ডালিম, আল-মাহমুদ প্রমূখ। বর্ধিত সভায় উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে