সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের মরাদেহ উদ্ধার
প্রকাশিত: জুন ৪, ২০২৩; সময়: ৩:৪০ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পাড়া মোহনপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নদীতে ভেসে ছিল।
এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান, চৌহালী নৌ-পুলিশের ওসি ফারুক হোসেন ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে উজান হতে লাশটি ভেসে থানার জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুরে আসলে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে নৌ ও থানা পুলিশ নদী হতে লাশটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।