সুজানগরে জাতীয় শোক দিবসে যুবদের মাঝে ঋণের চেক বিতরণ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩; সময়: ৪:১৮ অপরাহ্ণ |
সুজানগরে জাতীয় শোক দিবসে যুবদের মাঝে ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে যুবদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মারুফ দস্তেগীর ও থানা অফিসার জালাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ,আব্দুল হাই, সুজানগর মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, আ.লীগ নেতা সাইদুর রহমান,রাজা হাসান, ইউনুস আলী বাদশা,মাহমুদ্দুজ্জামান মানিক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবরীগের সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে উপজেলার ৭ জন যুব প্রশিক্ষণ প্রাপ্ত যুবক এবং ৬ জন যুব নারীর মাঝে ৭ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে