হোটেল বুকিংয়ের আগে যাচাই করবেন যে ৭ বিষয়

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩; সময়: ১২:১৫ অপরাহ্ণ |
হোটেল বুকিংয়ের আগে যাচাই করবেন যে ৭ বিষয়

পদ্মাটাইমস ডেস্ক : ভ্রমণের প্রাথমিক পরিকল্পনা করার পরই ভাবতে হয় হোটেল নির্বাচন নিয়ে। সাধ্যের মধ্যে ভালো একটি হোটেল নির্বাচন করতে পারলে ভ্রমণটা বেশ নির্বিঘ্নে কাটানো যায়।

অনেকে গন্তব্যে পৌঁছানোর আগেই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিং দিয়ে ফেলেন। অনেকে আবার গন্তব্যে পৌঁছে তারপর দেখেশুনে নির্বাচন করেন হোটেল। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে।

১. ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুকিং করতে চাইলে শুরুতেই রেটিং দেখে নিন। প্রয়োজনে এমনভাবে ফিল্টার সেট করুন যেন কেবল ৮ এর বেশি রেটিং এমন হোটেল আসে সাজেশনে।

২. হোটেলের অবস্থান গুরুত্বপূর্ণ। দর্শনীয় স্থানগুলোর কাছাকাছি হোটেলে থাকলে ভ্রমণে সময় বাঁচবে অনেকটা। প্রয়োজনে মানচিত্র অনুসন্ধানের মাধ্যমে সঠিক অবস্থানের হোটেল খুঁজুন।

৩. হোটেল বুক করার আগে রিভিউ কেমন সেটা দেখে নেবেন। সার্ভিস নিয়ে নেতিবাচক রিভিউ থাকলে সেই হোটেল বুক করার ঝুঁকি নেবেন না।

৪. আপনার প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে কিনা সেটা ভালোভাবে যাচাই করে নেবেন। যেমন যদি হোটেলে থেকে অফিসের কাজ করার প্রয়োজন পড়ে তবে অবশ্যই ওয়াইফাই প্রয়োজন হবে। আবার সার্বক্ষণিক গাড়ি সঙ্গে থাকলে পার্কিং সুবিধাসহ হোটেল জরুরি।

৫. কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কিনা সেটা দেখে দেবেন। এয়ারপোর্ট পিক আপ সুবিধাও থাকে অনেক হোটেলে।
হোটেলের নিজস্ব ডাইনিং অপশন আছে কিনা যাচাই করে নেবেন। না থাকলে আশেপাশে খাওয়ার ভালো রেস্টুরেন্ট আছে কিনা সেটা জেনে নেওয়া জরুরি।

৬. হোটেলে ২৪ ঘণ্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস আছে কিনা দেখে নেবেন। অনেক সময় দর্শনীয় স্থান ঘুরে ফিরতে রাত হয়ে যায়। সেক্ষেত্রে হোটেলে ঢুকতে যেন বিড়ম্বনায় পড়তে না হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে