গুরুদাসপুরে দাবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে দাবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নাটোর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
এর অগে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী ও স্বাগতিক নাটোর জেলার ৮টি দল ওই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। ফাইনাল খেলাটি উপভোগে করতে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ উৎসুক দর্শকের পদভারে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মাঠে জায়গা না পেয়ে অনেক দর্শক ভবনের ছাদে আবার কেউ বা গাছের ডালে উঠে খেলা উপভোগ করেন।
শুক্রবার বিকেলে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নজরুল প্রগতি সংঘের আয়োজনে মরহুম দবির উদ্দিন সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
ফাইনাল খেলায় নাটোর ফুটবল একাডেমী, রাজশাহীর পুঠিয়া ফুটবল একাডেমীকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এছাড়া টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাটোর জেলা দলের মো.রোকন ইসলাম অন্য দিকে রাজশাহী পুটিয়া ফুটবল একাডেমির মধু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন নাটোর ফুটবল একাডেমী দলকে ট্রফিসহ ৩০ হাজার টাকার প্রাইজমানি ও রানারআর্প দলকে ট্রফিসহ ২০ হাজার টাকার প্রাইজমানি তুলেদেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, হাসানুজ্জামান সরদার, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, আয়ুব আলী, নজরুল প্রগতি সংঘের সভাপতি আনিসুজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অধ্যাপক মোহসীন আলী, প্রধান শিক্ষক আনিছুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আলী আজগার প্রমুখ।