রাণীনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩; সময়: ৩:১৩ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য জাকিয়া সুলতানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লাসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় সন্ত্রাস,মাদক,বাল্যবিবাহরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।