অবরোধের বিরুদ্ধে ট্রাক শ্রমিকদের প্রতিবাদ সভা
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩; সময়: ৪:১১ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে ট্রাক, বাসে অগ্নি সংযোগ ও শ্রমিক হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন প্রতিবাদ সভা করেছে।
সোমবার জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ট্রাক শ্রমিকদের উপস্থিতিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
জেলা ট্রাক এবং কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন আসলাম হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদসহ ট্রাক মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।