৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ১২:১৯ অপরাহ্ণ |
৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

পদ্মাটাইমস ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বুধবার ইন্দোনেশিয়ার বান্দা সাগর অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)বিষয়টি নিশ্চিত করেছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির খবর পওয়া যায়নি।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার অ্যাম্বোন থেকে ৩৭০ কিলোমিটার (২২৯.৯ মাইল) দক্ষিণ-পূর্বে ছিল এবং ধারণা করা হচ্ছে ১৪৬ কিলোমিটার গভীরে ছিল।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিডব্লিউটিসি) জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে