বগুড়ায় মালবাহী ট্রাকে আগুন
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩; সময়: ১১:২১ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : বগুড়ায় মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহলের মধ্যেই মালবাহী একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৯ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের দিঘলকান্দী নামক স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ভাঙ্গারী মালামাল নিয়ে একটি ট্রাক রংপুরের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি দিঘলকান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা ৫-৬ জন দুর্বৃত্ত ট্রাকে এলোতাথারি ঢিল ছুড়তে থাকে। একপর্যায় ট্রাক থামিয়ে চালক-হেলপার নেমে পালিয়ে যায়। এ সময় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে ট্রাকটি পুরো অংশ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।