রাণীনগরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে ৫১তম আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এলক্ষে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন,কেক কাটা এবং র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদনি সকালে উপজেলা দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর অফিসে কেক কাটার পর র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে দলীয় কর্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.এম.ই সাঈদ চৌধুরী রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদা পারভিন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকএ.কে.এম সাইফুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক হাকির হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।