নাটোরের অপ’হৃতকে সাতক্ষীরা থেকে উদ্ধার, আ’টক ২
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর থেকে অপহরনকৃত ভিকটিমকে সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়। রোববার গভীর রাতে নাটোর র্যাব-৫ এর সদস্যরা র্যাব-৬ এর সহযোগীতায় সাতক্ষীরা জেলার সদর থানাধীন শ্রীরামপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে।
এসময় অপহরন মামলার আসামী বিল্লাল হোসেন (৩২) ও তাসলিমা বেগম (৪৫) নামে দুইজনকে আটক করে র্যাব।
আটককৃত বিল্লাল হোসেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মানিক গাজীর ছেলে এবং তাসলিমা বেগম একই এলাকার আমিনুল ইসলামের স্ত্রী।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান,অপহৃত ভিকটিম চলতি বছরের ৬ নভেম্বর নাটোরের মল্লিকহাটি মহল্লায় পিতার বাড়ি বেড়াতে আসেন।
১০ নভেম্বর দুপুরে প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার কথা পিতার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় তার পিতা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলা দায়েরের পর অজ্ঞাতনামা আসামী সনাক্তকরনসহ অপহৃত ভিকটিম উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে র্যাব-৫।
পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী ও অপহৃত ভিকটিমের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় র্যাব এবং রোববার রাতে র্যাব-৬ এর সহযোগীতায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অজ্ঞাতনামা অপহরণ চক্রের মুলহোতা বিল্লাল হোসেনকে আটক করে।
এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার তালা থানার ইসলামকাঠি বাইখোলা গ্রাম হতে তাসলিমা বেগমকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, আটককৃতদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।