খুলনার সড়কে ‘নৌকা-পদ্মা সেতু’
পদ্মাটাইমস ডেস্ক : খুলনা মহানগরের প্রতিটি সড়কে ঘুরছে পদ্মা সেতু ও নৌকার প্রতিকৃতি। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে নেতাকর্মীরা ছোট-বড় কাঠ, কাগজের নৌকা ও পদ্মা সেতুর প্রতিকৃতি বানিয়ে মিছিলসহকারে সমাবেশস্থলে যোগদান করছেন।
খুলনা সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পদ্মা সেতু ও নৌকার দৃষ্টিনন্দন প্রতিকৃতি তৈরি করে সমাবেশস্থলে আনা হয়েছে।
এছাড়া বিভিন্ন পাড়া, মহল্লা, উপজেলা ও জেলা থেকে আগত নেতাকর্মীদের হাতে ছিল ছোট-বড় নৌকার প্রতিকৃতি দেখা যায়। নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সমাবেশের মাঠে প্রবেশ করেন।
এদিকে সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে বক্তৃতা করছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউস মাঠে জড়ো হন।