আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩; সময়: ১০:২৭ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
পদ্মাটাইমস ডেস্ক :নৌকার মাঝি হতে চান মাহি। তাই এবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করলেন দভালোবাসার রঙদ খ্যাত এই নায়িকা। শনিবার রাতে মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহি বেশকিছুদিন ধরেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। পথে নেমে আগুনঝরা বক্তৃতা দিতে দেখা যায় এই নায়িকাকে। অবরোধেও ছিলেন সক্রিয়। এবার জানান দিলেন সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান তিনি। মাহিয়া মাহি মনোনয়ন ফরম কিনেছেন চাঁপাইনবাবগঞ্জ ২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের।
আলোচিত এই নায়িকা বলেন, দআমি শতভাগ নিশ্চিত যদি তৃণমূল পর্যায়ে যাচাই করা হয় তাহলে আমাকে মনোনয়ন দেয়া হবে। কারণ তৃণমূল পর্যায়ের আগ্রহের কারণেই আমি মনোনয়ন ফরম কিনেছি।দআগামী ২০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবেন মাহি।