পোরশায় ভারতীয় গরু উদ্ধার
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩; সময়: ৩:১৭ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় দু’টি ভারতীয় গরু উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর বিওপির টহলদল। মঙ্গলবার সকালে নিতপুর সুহাতি গ্রামের আব্দুল লতিফের আমবাগান থেকে গরুগুলি উদ্ধার করা হয়।
নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিাজিবির একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে গরু উদ্ধার করা হয়।
এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী গরু দু’টি রেখে পালিয়ে যায়। গরু গুলির আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা।
গরু দুটি পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেওয়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।