বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হাত বো’মা বি’স্ফোরণ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩; সময়: ৩:২৬ অপরাহ্ণ |
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হাত বো’মা বি’স্ফোরণ

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণের শব্দ পান প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম।

বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের ওপরের শাখাগুলোতে বিকট শব্দ হয় আর এরপরই চারপাশে ধোঁয়া দেখা যায়। এসময় বিকট শব্দে আমরাসহ উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে