মহাদেবপুরে আমন ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩; সময়: ৩:৩৮ অপরাহ্ণ |
মহাদেবপুরে আমন ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সরকারিভাবে চলতি মৌসুমের আমন ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

রোববার উপজেলার সদর খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের আলী, সদর খাদ্য গুদামের পরিদর্শক আতিকুল ইসলাম, উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দীন, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাসান, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, বিশিষ্ট্য ব্যবসায়ী আয়নুল ইসলাম, শাহিনুর রহমান প্রমূখ।

উপজেলায় এবার ৪৪ টাকা কেজি দরে ৭ হাজার ১’শ ৫৮ মেট্রিক টন চাল ও ৩০ টাকা কেজি দরে ১ হাজার ১শ ২২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলে জানা গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে