নওগাঁ-৫ আসনে নৌকার পাঁচটি ক্যাম্পে আগুন ও ভাংচুর

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪; সময়: ২:২৭ অপরাহ্ণ |
নওগাঁ-৫ আসনে নৌকার পাঁচটি ক্যাম্পে আগুন ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রাচারণার শেষ দিনে নওগাঁয় নৌকা মার্কার পাঁচটি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাংচুর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাতে সদর -৫ আসনের পৌর এলাকার দুটি, শৈলগাছি ইউনিয়নের দুটি এবং চন্ডিপুর ইউনিয়নের একটি ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সুত্রে জানা যায়- ভোর রাতে কে বা কাহার পৌর এলাকার চকপ্রসাদ হিন্দুপাড়া ও আনন্দ নগর মধ্যপাড়া এলাকার দুটি ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছে। অপরদিকে সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের চকচাপাই ও মাস্টারের মোড় এবং চন্ডিপুর ইউনিয়নের একটি ক্যাম্পে ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে ঘটনা ঘটায় কাউকে শনাক্ত করা যায় নি বলে জানান তারা।

এ বিষয়ে সদর মডেল থানা অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান- রাতে কে বা কারা হঠাৎই সেখানে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর চালায়। এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায় এবং ক্যাম্পটি ভেঙ্গে দেয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল। ওসি আরো জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে