নওহাটা পৌরসভার উদ্যোগে দিনব্যাপী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪; সময়: ১১:৪০ অপরাহ্ণ |
নওহাটা পৌরসভার উদ্যোগে  দিনব্যাপী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : নওহাটা পৌরসভার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দিনব্যাপী ক্রিকেট, দড়ি লাফ, দৌড়, লম্বা লাফ, হাডুডু, হাঁড়ি ভাঙ্গাসহ প্রায় ১৫টি বিভিন্ন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌর মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ।

দিনের শুরুতে বাগসারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জয়বাংলা ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভুলু একাদশকে পরাজিত করে শ্যামা একাদশ চ্যাম্পিয়ন হয়।

এরপর, নওহাটা পৌরসভার পিল্লাপাড়া ভোকেশনাল স্কুল মাঠ প্রাঙ্গনে দড়ি লাফ, দৌড়, লম্বা লাফ, হাডুডু, হাঁড়ি ভাঙ্গাসহ প্রায় ১৫টি গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় ৩০০ জন প্রতিযোগী অংশ নেন।

এসময় নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ- সুস্থ ও মাদকমুক্ত আগামী প্রজন্ম গড়তে শিশুদের খেলাধুলার প্রতি আরো মনোযোগ আকর্ষণ করার জন্য শিক্ষক ও অভিভাবকদের আহ্বান জানান।

উক্ত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জয় বাংলা ক্লাবের সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. আব্দুল মান্নান, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আজিজুল হক, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র-২ মো. দিদার হোসেন ভুলু, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোকলেছুর রহমান।

উপস্থিত ছিলেন নওহাটা পৌর যুবলীগের আহ্বায়ক মো. শেখ ফরিদ, নওহাটা পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড সভাপতি মো. সাইফুর রহমান শ্যামা। ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয় বাংলা ক্লাবের সদস্য মাহাফুজুর রহমান মারুফ।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে