বাগমারায় বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪; সময়: ১২:২৯ অপরাহ্ণ |
বাগমারায় বাংলা নববর্ষ উদযাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারাঃ রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৪৩১ বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপিত হয়েছে। রমজান মাস থাকায় বাগমারায় সংক্ষিপ্ত আকারে নববর্ষ পালিত হয়। ঈদের পরই বাড়তি আমেজে বাংলা বছরের প্রথম দিন ১লা বৈশাখ বেশ ঘটা করে পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান আলী মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, শিল্পকলা একাডেমির শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিবাবক সহ নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বাংলার ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনের মাধ্যমে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে