পাবনার তিন উপজেলায় ১৭ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪; সময়: ২:২৭ অপরাহ্ণ |
পাবনার তিন উপজেলায় ১৭ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক,পাবনা : পাবনায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা পরিষদ নির্বাচনে রিটানিং কর্মকর্তা ও পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন

প্রথম ধাপে পাবনার বেড়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বেড়া উপজেলায় মোট ১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র অনলাইনে দাখিল করেছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদিন কাদের আদর, অ্যাডভোকেট মাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও ডেপুটি স্পিকারের ভাতিজা আব্দুল কাদের সবুজ এবং আব্দুল হালিম মিয়া।

সাঁথিয়া উপেজলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজলা আ’লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান, সাবেক সহ সভাপতি রবিউল করিম হিরু, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুল, বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা জামায়াতের আমির
মোখলেছুর রহমান।

সুজানগর উপজেলায় মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল ওহাব এবং বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে