পবায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪; সময়: ৮:০৭ অপরাহ্ণ |
পবায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলার কাশিয়াডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কাশিয়াডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে পেনশন স্কিম সম্পর্কে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পেনশন স্কিম বিষয়ক কমিটির সদস্য সচিব অভিজিত সরকার। সভার শুরুতেই ‘সর্বজনীন পেনশন স্কিম’ ব্যবস্থার তথ্য সম্বলিত পুস্তিকা বিতরণ করা হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার পেনশন স্কিমের নিবন্ধন প্রক্রিয়া, সুযোগ-সুবিধার ওপর বিস্তারিত আলোচনা করে বলেন- প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিমে চাঁদার উপর মুনাফা ও সরকারি ভতূর্কি দেওয়া হয়। সর্বজনীন পেনশন স্কিম দেশের সকল নাগরিকের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে সরকারের একটি মহতী উদ্যোগ। তাই আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিস জাহিদ হাসান রাসেল, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, কাশিয়াডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন।

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে