মেয়ের জন্য শাহরুখের বাজি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪; সময়: ২:২২ অপরাহ্ণ |
খবর > বিনোদন
মেয়ের জন্য শাহরুখের বাজি

পদ্মাটাইমস ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান। বি-টাউনে তার নামেই চলে সিনেমা। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে নিজের পাশাপাশি ছেলেমেয়েদের ক্যারিয়ার নিয়েও সচেতন বলিউড কিং। তাই তো মেয়ে সুহানার প্রথম সিনেমার জন্য বিরাট বাজি ধরলেন এ অভিনেতা। ২০০ কোটি রুপি খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন। খবর : বলিউড হাঙ্গামা।

অভিনয়ে এরই মধ্যে অভিষেক হয়েছে সুহানার। নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ দিয়ে আলোচনায় ছিলেন তিনি। তবে এবার বড় পর্দার পালা। নির্মাতা সুজয় ঘোষের পরিচালনায় মেয়ের সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ। সিনেমার নাম ‘কিং’। এর জন্যই বিশাল অঙ্ক খরচ করবেন তিনি।

সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। রাজকুমার হিরনারির ডানকির পর শাহরুখ এখন এ প্রজেক্ট নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে। শাহরুখের জন্যও তৈরি করা হয়েছে বিশেষ চরিত্র। সুহানাকে দেখা যাবে ভারতীয় একজন গোয়েন্দার চরিত্রে। তবে এসআরকের চরিত্র রাখা হয়েছে গোপন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে