বাগাতিপাড়ায় আগুনে পুড়েছে কৃষকের স্বপ্ন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪; সময়: ৩:৫৮ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় আগুনে পুড়েছে কৃষকের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় আব্দুর রাজ্জাক নামে এক কৃষকের বাড়িতে আগুন লেগে সর্বস্ব পুড়ে গেছে।

বুধবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে কৃষক আব্দুর রাজ্জাকের বাড়িতে লাগা আগুনে পুড়ে গেছে ১০টি ছাগল,২টি রাজ হাঁস,২০টি বয়লার মুরগী ও ধানমাড়াই কল সহ গোয়াল ঘর।

পুড়ে যাওয়া এসব সম্পদ ছিল কৃষক রাজ্জাকের স্বপ্ন। কৃষক রাজ্জাকের অভিযোগ তাকে ক্ষতিগ্রস্থ করতে কে বা কারা এই আগুন লাগিয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, আব্দুল রাজ্জাক কৃষি কাজের পাশাপাশি রিক্সা ভ্যান চালিয়ে কষ্ট করে করে জীবন কাটাচ্ছিল। সংসারে স্বচ্ছলতা আনতে রাজ্জাক ছাগল মুরগি পালন করছিলেন। ঘটনার রাতে পাশের বাড়িতে থাকা রাজ্জকের মামী রিনা বেগম তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। তিনি হঠাৎ বাইরে শব্দ শুনতে পেয়ে বাহির হয়ে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে শুরু করেন। তার চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনে তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে এই দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন। তিনি ওই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও অর্থ সহায়তা প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে