আত্রাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪; সময়: ৭:৫৪ অপরাহ্ণ |
আত্রাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

নাজমুল হক নাহিদ, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে।

১৭ এপ্রিল বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, সম্রাট হোসেন, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, এস এম মঞ্জুরুল আলম, তোফাজ্জল হোসেন , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, স্কুল-কলেজের শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে