চারঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৪; সময়: ৫:৪৪ অপরাহ্ণ |
চারঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ‘প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার সকালে সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

১৯শে এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী এই সেবা সপ্তাহে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচী, বিনামূল্যে কৃমিনাশক বিতরণ কর্মসূচী, কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সরকার এনায়েত করিম। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র একরামুল হক, সাবেক উপ-পরিচালক, কৃষি অধিদপ্তর ব্রজহরি দাস, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধূসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, মেলায় অংশগ্রহনকারী খামারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে লাল ফিতা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরু, ছাগল, মহিষ, বিভিন্ন দেশি-বিদেশি হাসঁ-মুরগী, নানা প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির গোখাদ্যের ৩০টি স্টোল প্রদর্শন করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে