‘জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি’, কেন এমন মনে হলো পরিণীতির

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪; সময়: ১১:৪৩ পূর্বাহ্ণ |
খবর > বিনোদন
‘জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি’, কেন এমন মনে হলো পরিণীতির

পদ্মাটাইমস ডেস্ক : ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘চমকিলা’য় অভিনয় করে আবারও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। চিত্রসমালোচক থেকে শুরু করে দর্শক―সবার প্রশংসায় পঞ্চমুখ তিনি। কিন্তু এরপরও অনেক মন খারাপ এ অভিনেত্রীর।

এ বলি তারকা কথা উঠলেই বলছেন, ‘জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। মানুষের অনেক ভুল কথাও শুনেছি।’ কিন্তু হঠাৎ এমন কী উপলব্ধি করলেন, যে কারণে এসব কথা বলছেন তিনি। এমন নানা প্রশ্ন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই নিজেকে অনেকটা গুটিয়ে ফেলেছেন পরিণীতি। ব্যক্তিজীবনকে প্রায় আড়ালেই রেখেছেন। কিছুদিন আগেই আবার খবর চাউর হয়, অন্তঃসত্ত্বা পরিণীতি। যদিও সেই গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন। আর সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু কথা বললেন, যা শুনে অবাক নেটিজেনরা।

এ অভিনেত্রীর ভাষ্যমতে, ক্যারিয়ারের শুরুতেই ভুল করেছি আমি। অনেক ভুল পরামর্শ মেনে চলেছি। আসলে ওই সময় সব ঠিকঠাকভাবে বুঝতাম না। মানুষ বলতো, ওই অভিনেত্রী এমনটা করেছে, তোমাকেও সেরকম কিছু করতে হবে। আমিও মেনে নিতাম সেসব। কিন্তু এতদিন পর হলেও এখন বুঝতে পারি। এ জন্য প্রযোজক-পরিচালকদের বলতে চাই, আমাকে এখন কাস্ট করুন। আমার বর্তমান দেখে, অতীত নয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পাঞ্জাবি রীতি অনুযায়ী উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন করেন পরিণীতি ও রাঘব। বিয়ের অনুষ্ঠানে নিজের কণ্ঠে ‘ও পিয়া’ গান রেকর্ডিং করে প্রেমিক রাঘবের প্রতি প্রেমের বহিঃপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। ‘আম আদমি’ সংসদ সদস্যের সঙ্গে বলিউড তারকার বিয়ের অনুষ্ঠান নিয়ে ওই সময় বেশ চর্চাও হয়েছিল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে