কচুয়ায় ডাকাতের গুলিতে যুবক আহত

প্রকাশিত: মে ১৫, ২০২৪; সময়: ৪:২৩ অপরাহ্ণ |
কচুয়ায় ডাকাতের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি করে ৬টি গরু নিয়ে গেছে ডাকাতদল। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাতাপুকুরিয়া এলাকার বুধুন্ডা তালুকদার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় বাধা দিলে ডাকাতের গুলিতে সাকিবুল হাসান (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়। আহত ওই যুবক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে বুধবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে ২০/২৫ জনের একদল মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে। তারা ৬টি গরু নেয়ার সময় পরিবারের লোকজন টের পায়।

এসময় তাদের বাধা দিলে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে আমার ছেলে সাকিবুল হাসান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। আমাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে ৬টি গরু নিয়ে ডাকাতদল পালিয়ে যায়।

ডাকাতির ঘটনার তদন্ত করে দোষীদের সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। তাছাড়া কচুয়ার প্রতিটি মোড় ও এলাকায় পাহারাদের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে