মান্দায় কৃষকের দুটি গাভী চুরি
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় গোয়ালঘরের দরজা কেটে কৃষকের দুটি গাভী চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। সোমবার গভীররাতে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামে চুরির এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাভী দুটির মূল্য দুই লাখ টাকা হবে বলে ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক দেলবর রহমান মণ্ডল বলেন, সোমবার সন্ধ্যার দিকে গাভী দুটি গোয়ালঘরে তুলে দরজা তালাবদ্ধ করে দেওয়া হয়। এর পর রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।
কৃষক দেলবর রহমান আরও বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাত তিনটার দিকে তিনি বাইরে যান। এ সময় দেখেন গোয়ালঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে। এগিয়ে গিয়ে দেখেন গাভী দুটি নেই। রাতের যে কোনো সময় চোরেরদল দরজা কেটে গরু দুটি নিয়ে গেছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গরু দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ।