এনায়েতপুরে দরিদ্র স্কুল ছাত্রীকে ধর্ষণ, হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪; সময়: ৭:১৪ অপরাহ্ণ |
এনায়েতপুরে দরিদ্র স্কুল ছাত্রীকে ধর্ষণ, হোটেল মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রেমের প্রলোভনে ৭ম শ্রেণীতে পড়া দরিদ্র এক ছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে রাতভর ধর্ষণের পর কথিত প্রেমিক পালিয়ে যাবার ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার অসুস্থ মেয়েটিকে উদ্ধারের পর সিরাজগঞ্জ শহীদ এম মনসুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এনায়েতপুর থানা এলাকার অনিক ভিলা নামক আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

নির্যাতিত স্কুল ছাত্রী খুকনী পশ্চিম পাড়ার দরিদ্র তাঁত শ্রমিকের মেয়ে এবং খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
কথিত প্রেমিক হানজালা হোসেন (২৮) একই গ্রামের উত্তর পাড়ার সিদ্দিক মুন্সির ছেলে। এ ঘটনায় হোটেল মালিক মোতালেব মন্ডলকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কাপড় ব্যবসায়ী হানজালা বিবাহিত হয়েও খুকনী গ্রামের ওই স্কুল ছাত্রীর সাথে মোবাইলে সবুজ নামে পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৃহস্পতিবার কৌশলে তাকে অনিক ভিলা আবাসিক হোটেলে নিয়ে যায়। রাতভর ধর্ষণ করে অসুস্থ অবস্থায় তাকে হোটেল কক্ষে ফেলে রেখে অভিযুক্ত হানজালা পালিয়ে যায়। পরে নির্যাতিত স্কুল ছাত্রীর স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হানজালাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরিবারের সবাই গা ঢাকা দিয়েছে। তবে হোটেল মালিক মোতালেব মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এ বিষয়ে নির্যাতিত স্কুল ছাত্রীর তাঁত শ্রমিক বাবা অভিযোগ করে বলেন, অবস্থা বেগতিক দেখে ৩টি হাসপাতাল মেয়েকে ভর্তি করেনি। শেষে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করেছি। মেয়ের শরীর থেকে প্রচুর রক্ত ঝরেছে। আমরা অভিযুক্ত হানজালার উপযুক্ত বিচার চাই।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে