সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪; সময়: ২:৫২ অপরাহ্ণ |
সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পাবনার সুজানগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস শুকুর ও অন্যান্য গণমাধ্যমকর্মী, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম তুলে ধরেন এবং জাতীয় মৎস্য সপ্তাহ সফল করার লক্ষ্যে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে