সারা দেশে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন
পদ্মাটাইমস ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতা কিংবা নাশকতার অভিযোগে গ্রেপ্তারদের মধ্যে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ছয়জন ও রংপুর বিভাগের তিনজন শিক্ষার্থী জামিন পেয়েছেন।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এসব শিক্ষার্থীদের জামিন দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এজন্য ছুটির দিনও উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দেন।”
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংস পরিস্থিতিতে ব্যাপক ধরপাকড় চলে। আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে এসব শিক্ষার্থীরা গ্রেপ্তার হন।
গ্রেপ্তারদের মধ্যে কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকলে প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে বৃহস্পতিবার রাতে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আটক যে ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা করবে বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।