শিবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪; সময়: ১০:১০ অপরাহ্ণ |
শিবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ক্যাপ্টেন আজিজুল হক অনিক।

প্রধান অতিথি বলেন, বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে যারা সরকারি সম্পদ ও জনগণের যানমালা লুটপাট করবে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। প্রতিটি ইউনিয়নে সুরক্ষা কমিটি গঠনের মাধ্যমে শিবগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক করা হবে।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল করিম, জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, ছাত্র সমাজের সাব্বির, ছাত্র শিবির সোহান ইসলাম সোহান, বুলবুল ইসলাম, শিক্ষার্থী সাব্বির হোসেন, সোহেল রানা প্রমুখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে