নওগাঁয় বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও বিএনপি’র অবস্থান কর্মসুচী
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : ৪দফা দাবি আদায়ে নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান কর্মসুচী পালন করেছে । ১৫ই আগস্ট (বৃহস্পতিবার) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে তারা অবস্থান নেন । অবস্থান কর্মসুচীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানান- কোন অপশক্তি অর্জিত স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করবে এমনটা শিক্ষার্থীরা হতে দিবে না । দ্রুত সৈরচার হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছাত্র হত্যার বিচার করার দাবি জানান বক্তারা।
অপরদিকে শহরের কে ডি’র মোড় এলাকায় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করেন দলীয় নেতাকর্মীরা। সকাল থেকে তারা সড়কের পাশে অবস্থান নেন যা সারাদিন চলবে। এসময় নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন- রক্তে ভেজা বাংলায় খুনি হাসিনার ঠাই নাই । ফ্যাসিস্ট হাসিনার সৈরাচার শাসন আমলে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে । যা গনহত্যার সামিল।গনহত্যার দ্বায়ে দ্রুত খুনি হাসিনার বিচার কাজ শুরু করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।