১৭ বছর পর খুললো খালেদা জিয়ার ব্যাংক হিসাব
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪; সময়: ১১:০৮ পূর্বাহ্ণ |
খবর > জাতীয় / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : ২০০৭ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব ফখরুদ্দিন-মঈন উদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় জব্দ করা হয়েছিল।
এতদিন তার হিসাবটি বন্ধ ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার ব্যাংক হিসাব পুনরায় চালু করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরামর্শে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার পাশাপাশি শেখ হাসিনার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনার হিসাব পুনরায় চালু হলেও খালেদা জিয়ার হিসাব বন্ধ ছিল।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়েকবার খালেদা জিয়ার ব্যাংক হিসাব পুনরায় চালু করার আবেদন করা হয়েছিল, কিন্তু তাতে সাড়া পাওয়া যায়নি।