ভারতের বাধ খুলে দেওয়ার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ 

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪; সময়: ১০:২২ অপরাহ্ণ |
ভারতের বাধ খুলে দেওয়ার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : ভারতের আন্তর্জাতিক নদীর পানির হিস্যা ও বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার  শহরের প্রধান সড়কে তারা বিক্ষোভ মিছিল করে পরে মিছিল শেষে জিরো পয়েন্টে কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ করে। এসময় বক্তব্য দেন আমিনুল মিম, সাজিন হোসেন, ফাহিম ফয়সাল রাফি, হাসিবুল হক, সানজিদ হোসেন প্রমুখ।

বক্তারা অতি দ্রুত ভারতের অভ্যন্তরে নদীর গেইট বন্ধ সেই সাথে নদী আইন মেনে নেওয়ার দাবী জানান সেইসাথে দেশে বর্ণাত্যদের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে