ন্যায় বিচার পেতে সরকারের সহায়তা চায় ইউনিভার্সাল গ্রুপ

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪; সময়: ৭:২২ অপরাহ্ণ |
ন্যায় বিচার পেতে সরকারের সহায়তা চায় ইউনিভার্সাল গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : হুমকির মুখে টেস্টি স্যালাইন খ্যাত পাবনার ইউনিভার্স গ্রুপ৷ বিগত সরকারের সময় ভ্যাটের কতিপয় কর্মকর্তার ঘুষ দুণীতি অনিয়মের কারনে বন্ধ রয়েছে এই প্রতিষ্ঠান ।  অনিশ্চিত হয়ে পড়েছে এ গ্রুপে কর্মরত হাজার হাজার মানুষের জীবন জীবিকা। এমনটাই দাবী করেছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন।

দুপুরে রোটারী ক্লাব অব রুপকথা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি জানান. ২০১৭-১৮ অর্থ বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হওয়া সত্বেও ভ্যাটের তাৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামকে ঘুষ না দেয়ায় তার বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মিথ্যা মামলা ঠুকে দেয়। তৎকালীন সময়ে এনবিআর প্রধানসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তিনি কোন সহায়তা পাননি। মামলা আর হয়রানীর কারনে আজ ৪ বছর ধরে বন্ধ ইউনিভার্সাল ফুড লিমিটেড।

প্রশাসনিক হয়রানির কারণে এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলতেও পারেননি বলে দাবি করেন তিনি। পরিবর্তিত এ সময়ে প্রতিষ্ঠানটি আবারো চালু করতে ন্যায় বিচার প্রার্থনা করে নতুন সরকারের সহায়তা কামনা করেন সোহানী হোসেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে