ইসলামবিরোধী কোনো কিছু করা হলে ছাড় দেয়া হবে না: চরমোনাই পীর

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪; সময়: ৮:০৫ অপরাহ্ণ |
ইসলামবিরোধী কোনো কিছু করা হলে ছাড় দেয়া হবে না: চরমোনাই পীর

পদ্মাটাইমস ডেস্ক : অর্ন্তবর্তী সরকারে যারা বসেছে তাদের পেছনে সারা দেশের মানুষের ত্যাগ রয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে একথা জানান তিনি। তিনি বলেন, সব রাজনৈতিক দল মিলেও যে সরকারকে নড়াতে পারেনি, সেই সরকারকে ছাত্ররা হটিয়ে দিয়েছে। তাই নতুন সরকারকে ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে বলে জানান তিনি।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামবিরোধী কোনো কিছু করা হলে ছাড় দেয়া হবে না। এ সময় ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ। সকল বৈষম্য দূর করে সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে