তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীসহ ১০৭ জনের নামে আদালতে মামলা 

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪; সময়: ৬:২৫ অপরাহ্ণ |
তানোরে সাবেক এমপি ফারুক চৌধুরীসহ ১০৭ জনের নামে আদালতে মামলা 

সাইদ সাজু, তানোর : রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নাসহ ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০০জনকে আসামী করে  আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার তানোর উপজেলার কামারগাঁ ইউপির কাদিরপুর গ্রামের মৃত দবির উদ্দীনের পুত্র কামারগাঁ ইউপির ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বাদি হয়ে বিজ্ঞ আমলী থানা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজশাহীর আদালতে  মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত ও ব্যবস্থা গ্রহনের জন্য পিবিআই রাজশাহীকে দায়িত্ব দিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে বাদিসহ বিএনপির ৩০ জন নেতা কর্মি কামারগাঁ বাজারস্থ জিয়া পরিষদ কার্যালয়ে আলোচনা সভা করার সময় তৎকালীন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী আ’ লীগের ২০ জন নেতা কর্মিকে নিয়ে জিয়া পরিষদে প্রবেশ করে বাদিকে বলেন তুর কাছে ১০লাখ টাকা চাঁদা চেয়েছিলাম দিলিনা একই সাথে জিযা পরিষদ ভেঙ্গে ফেলতে বলেছিলাম তাও তুরা ভেঙে সরাইয়া নিসনি বলে জিয়া পরিষদে প্রেট্রোল দিয়ে আগুল লাগিয়ে দিতে বলে।

ফারুক চৌধুরীর এমন নির্দেশে মামলার ২নং আসামী তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাসহ নেতা কর্মিরা প্রেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনে জিয়া পরিষদের টেবিল, চেয়ার, সিলিং ফ্যানসহ ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ি ছাই হয়ে যায় এতে প্রায় ৩লাখ টাকার ক্ষতি সাধন হয়। এসময় জিয়া পরিষদে উপস্থিত হওয়া বিএনটির নেতাকর্মিদেরকে লোহার রড় দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুতর আহত আহত করা হয়।

এসময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে কামারগাঁ বাজারে আতংকের সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থল ত্যাগ করার সময় বাদিরনকাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সময়মত টাকা না দিলে হত্যাসহ গুম করার হুমকিও দেয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এবিষয়ে মামলার বাদি আবুল কালাম আজাদ বলেন থানায় মামরা করতে চাইলে পুলিশ মামলাতো দুরের কথা অভিযোগও নেননি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে