একটি বস্তুনিষ্ট সংবাদ একটি দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে : জয়পুরহাটে  নবাগত এসপি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪; সময়: ৬:৪২ অপরাহ্ণ |
একটি বস্তুনিষ্ট সংবাদ একটি দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে : জয়পুরহাটে  নবাগত এসপি

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট : জয়পুরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।

রবিবার  (৮ সেপ্টেম্বর ) দুপুরে  পুলিশ সুপার কনফারেন্স এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।  পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আপনারা আমাকে জেলার আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক সহযোগিতা করুন,  যাতে আমি জয়পুরহাট  জেলাকে নতুন পরিচ্ছন্নমুক্ত শৃঙ্খলা পরিবেশে আনতে পারি। কারণ জেলার আইন শৃঙ্খলা মানে ভালো পরিবেশ, উন্নত রাষ্ট্র।’

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের প্রতি জোর দেন। একটি বস্তুনিষ্ট সংবাদ একটি দেশ ও জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন,  সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত  সাংবাদিকরা।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে