লুটপাট শোষণের কারণেই হাসিনার পতন : আলীম

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪; সময়: ৭:১৫ অপরাহ্ণ |
লুটপাট শোষণের কারণেই হাসিনার পতন : আলীম

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, গণঅত্যাচার, শোষণ, অনিয়ম দুর্নীতি, লুটপাটের কারণেই পুরো দেশবাসীর ঘৃণার পাত্র হয়েছিলেন শেখ হাসিনা। তার ১৬ বছরের শাসনামলে  মানুষের সকল অধিকার কেড়ে নেয়া হয়েছিল। দুর্নীতি লুটপাটে ভরে গিয়েছিল পুরো দেশ। এক সময় দীর্ঘদিনের ক্ষোভ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিস্ফোরিত হওয়ায় অত্যাচারী প্রধানমন্ত্রী হাসিনা ও তাদের দোসররা পালিয়ে গিয়ে জীবন রক্ষা করেছে। আপনি যত বড়ই ক্ষমতাশালী হোন, অন্যায় করলে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আবারো তা প্রমান হয়েছে।

আমিরুল ইসলাম খান আলীম শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে  দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের রাস্তা অর্জন করা।  বিএনপিকে এগিয়ে নেয়া। দেশের সার্বিক উন্নয়ন তরান্বিত করতে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেয়ার জন্য জনমত তৈরি করা। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

থানার গোপালপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, দলের নেতা মনোয়ার চৌধুরী বাবু, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জু শিকদার, বেলকুচি পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন, সালেহ আহমেদ জামিল, যুবদল নেতা জাহিদ হোসেন জহুরুল, প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে