সুজানগর পৌরসভার আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪; সময়: ৪:৩৮ অপরাহ্ণ |
সুজানগর পৌরসভার আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : যথাযোগ্য মর্যাদায় সুজানগরে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। সোমবার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম এবং শিক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সুজানগর পৌরসভা।

সুজানগর পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক ছিলেন, সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন বলেন, মহান আল্লাহ বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সা.) কে বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন।

জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ মনে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করার পাশাপাশি সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে