এনায়েতপুরে আন্দোলনে ৩ জনকে হত্যার আসামী সাবেক এমপির পিএস আটক 

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪; সময়: ৮:২০ অপরাহ্ণ |
এনায়েতপুরে আন্দোলনে ৩ জনকে হত্যার আসামী সাবেক এমপির পিএস আটক 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে সংঘর্ষে দুই ছাত্র ও তাঁত শ্রমিক নিহতের মামলার অন্যতম আসামী সাবেক এমপি মমিন মন্ডলের পিএস সেলিম সরকারকে আটক করেছে র‍্যাব। গ্রেফতারকৃত সেলিম সরকার (৪৬), জেলার বেলকুচি উপজেলার শেরনগরের আব্দুর রাজ্জাক সরকারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব ১২ সুত্রে জানা য়ায়, গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল মেইন ফটকের সামনে হতে এনায়েতপুর থানার দিকে রওনা হলে আল হেরা মার্কেটের সামনে আসে। তখন দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েতপুর থানার মাধবপুরের শফি মিয়ার ছেলে  মোঃ শিহাব হোসেন (১৯),  গোপরেখীর কুদ্দুস আলীর ছেলে  হাফেজ মোঃ সিয়াম হোসেন (২০), এবং খুকনীর ঝাওপাড়ার মোঃ ইয়াহিয়া আলী (৩৬) গুলিবৃদ্ধ হয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনার ইয়াহই আলীর স্ত্রী শাহানা খাতুন (৩৫), মোঃ হযরত আলী (৩৪), মোঃ সোলায়মান (২৯), বাদী হয়ে ৩টি পৃথক হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে র‍্যাব ১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম এর দিকনির্দেশনায় গত ১৭ সেপ্টেম্বর রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায়   ‘নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর গাবতলী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার ২৮ নং এজাহারনামীয় পলাতক আসামী সেলিম সরকারকে আটক করে।

পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে এনায়েতপুর থানায় হস্তান্তর করে।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে