সফিবাদ মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের নয়া কমিটিকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সমাজের নানা প্রকার অসঙ্গতি দূরীকরণ এবং ইতিবাচক সমাজ ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার লক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে মানবতার ছোঁয়া সামাজিক সংগঠনের নবাগত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সফিবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মুন্সী মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের রেন্ট কালেক্টর ইনচার্জ ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সাজেদুল হাসান কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,সফিবাদ আল- ফালাহ্ সমাজ উন্নয়ন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মহসিন মোল্লা।
এসময় সংগঠনের উপদেষ্টাবৃন্দ সংগঠনের নবাগত কমিটির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সংগঠনের সদস্যরা প্রধান অতিথি সাজেদুল হাসান কামালকে ফুল দিয়ে সংবর্ধনা এবং সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ,শাহেদুল ইসলাম হেলাল ও শফিকুল ইসলাম সজীবের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইউপি সদস্য জাকির হোসেন মোল্লা,সংগঠনে উপদেষ্টা হেদায়েত উল্লাহ প্রবণ,ডা. লনী মিয়া,
সাইফুল ইসলাম খন্দকার,মাস্টার মোঃ আব্দুল মালেক,দুলাল প্রধান,কবির হোসেন,আলমগীর হোসেন,সাদেক মোল্লা,রুবেল বেপারী,জামাল মোল্লা,মুসা মিয়া সহ আরো অনেকে।
এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের মাধ্যমে সমাজে অনৈতিক কর্মকান্ড, মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং রোধ ও নানান অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ কাজ করার লক্ষে এ সংগঠনটির কাজ করার অঙ্গীকারবদ্ধ করেন সদস্যরা।